আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৭৭০৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামু ওয়ালাইকুম। আল্লাহর অশেষ রহমেত আমি নামাজের রুকু ও কওমার বেশ কয়েকটি তাসবিহ, সিজদাহ’রও বেশ কয়েকটি তাসবিহ ও দোওয়া অর্থসহ মুখস্থ করেছি।
এখন আমার প্রশ্ন হলঃ
০১। একই রুকু সিজদাহ ও কওমা’তে একাধিক তাসবিহ পড়া যাবে কিনা? নাকি শুধু একটাই পড়তে হবে। একই তাসবিহ কি একাধিক বার পড়া যাবে? পড়া গেলে কত বার পড়া যাবে?
০২। নামাজে দরুদে ও দোওয়া মাছুরা পড়ার পর কোরআন হাদিস থেকে শেখা দোওয়া গুলি পড়া যাবে কি না? পড়া গেলে কতগুলি পড়তে পারবো আর কত সময় নিয়ে পড়তে পারব?
বিশেষ করে আমি তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজগুলি যেন লম্বা ও দীর্ঘ করতে পারি সে জন্য এসব জানতে চেয়েছি।
জাযাকাল্লাহ খাইরান।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
৩১ জুলাই, ২০২১
ঢাকা
#৭৬৫০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমি শারীরিক ভাবে কিছুটা আশুস্থ।পিঠে ব্যাথা। ভরী কাজ, ও বেশি কাজ করতে পারি না,হুটহাট করেই ব্যাথা হয় মাঝে মধ্যে,অনেক ডা. দেখিয়ে এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। বিয়ে হয়েছে ২ বছর, শ্বশুর বাড়ির মানুষ আমাকে পচন্দ করে না ও মায়ের বাড়ি কেউ নেই আমাকে সাহায্য করার মত ( কাজে কর্মে সাহায্য) আর্থিক অবস্থা নিয়ে ও চিন্তিত, ডা. খরচ / খাবার খরচ /বাসা ভারা দিয়ে টাকা থাকে না,
এ অবস্থায় আমি বাচ্চা নিতে চাই আমার স্বামী চায় না, এই অবস্থায় বাচ্চা না নিলে, অথবা একেবারে বাচ্চা না নিলে কি গুনাহ হবে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৯ জুলাই, ২০২১
ঘোপাল ইউনিয়ন