প্রশ্নঃ ৮০২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ মুসলিম ত্রপে যে মোনাজাতে মাকবুল ত্রটা পোরাপুরী হাদিস সম্মত কী ?? আর ত্রই মুসলিম ত্রপে মোনাজাতে মাকবুল ত্রই দোয়া আমি আমল করতে পারবো ত ? আর ত্রর
উপকার কী ?? ত্রই দোয়া কতবার পড়তে হবে ও কোন সময় ?? আর ত্রই বিষয়ে আগের প্রশ্নের উত্তর ভালো করে বুজটে পারিনি তাই আবার প্রশ্ম করলাম ৷
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
"মুসলিম বাংলা" আমাদের এই অ্যাপে দোয়া সেকশনে মুনাজাতে মাকবুল রয়েছে। মুনাজাতে মাকবুল হলো হযরত মাওলানা হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ সংকলিত দোয়ার কিতাব। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত দোয়াগুলো একত্র করা হয়েছে। পড়ার সুবিধার জন্য কিতাবটি ৭টি ভাগ করা হয়েছে। একেকদিন একেকটা ভাগ পড়লে সময় কম লাগে এবং পুরো সপ্তাহের মধ্যে পুরো কিতাব খতম হয়ে যায়। যার ফলে নবীজির সারা জীবনের দোয়াগুলো নিজের দোয়ায় এসে যায়।
এই কিতাব পড়ার জন্য দিনে রাত্রের কোনো সুনির্দিষ্ট সময় নেই। সময়-সুযোগ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহ হয়ে এ কিতাব থেকে অথবা আমাদের এই অ্যাপ থেকে মুনাজাতে মাকবুল পড়তে পারবেন। এক বসায় পুরো কিতাব পড়লে অসুবিধে নেই। অল্প অল্প করে পড়লেও অসুবিধা নেই।
আমরা সাধারনত ফজর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত এই সময়ের মাঝে মুনাজাতে মাকবুল পড়ে নেই আলহামদুলিল্লাহ্।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন