প্রশ্নঃ ৮০২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
স্বামি- স্ত্রী এর ভালোবাসা বৃদ্ধি করার কোনো আমল আছে? যাতে স্বামি তার স্ত্রীকে ভালোবাসে, মুল্য দেয়,তাদের সম্পর্ক আরো সুন্দর হয়?
মহিলাদের জন্য এমন কোনো আমল আছে কি?
(স্বামি দেশের বাইরে থাকেন)
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পাঁচ ওয়াক্ত নামাজসহ সকল নামাযের শেষে সালামের পূর্বে অথবা পরে কুরআনুল কারীমের এই আয়াতটি (শুধু আরবী অংশ) পড়ুন-
رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
‘হে আমাদের প্রতিপালক ! আমাদের জন্যে এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যারা হবে আমাদের জন্যে নয়নপ্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্যে অনুসরণযোগ্য।
—আল ফুরকান - ৭৪
স্বামী কাছে আসলে কুরআনুল কারীমের এই দুইটি আয়াত পড়ে কোন মিষ্টান্ন দ্রব্যে ফু দিয়ে স্বামীকে পিঠা বানিয়ে, চা বানিয়ে অথবা অন্য যে কোন খাদ্য খাবার বানিয়ে খাইয়ে দেবেন।
(সাবধান! অসৎ কোন উদ্দেশ্যে এই আয়াত ব্যবহার করা যাবে না)
والذين آمنوا اشد حبًا لله
يحبهم ويحبونه اذلة على المؤمنين اعزة على الكافرين
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন