আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৩২২২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
আল্লাহ আপনাদের এই মেহনতকে কবুল করুন।আমার প্রশ্ন হলো:
আমি রাতে যখন ঘুমাই তখন নাকি ঘুমের ভিতর কি যেনো আওয়াজ করে খেতে থাকি।মনে হয় যেনো মুড়ি খেতে আছি।আমাকে অনেক বলছে যারা আমার পাশে ঘুমিয়েছে এবং ঘুমের ভিতরে কথা ও বলি।রাস্তায় হাঁটার সময় ও একা একা কথা বলি।মাঝে মাঝে ঘুমের ভিতরে শরীরে একটা ঝাড়া দেয় যেটা আমি নিজেই টের পাই এটা অনেক টাই প্রস্রাব করতে বসলে যেরকম শরীরে ঝাড়া দেয় সেই রকম। এখন আমি কি করতে পারি।কোনো তদবির লাগলে কার থেকে নিতে পারি বললে উপকৃত হতাম। উল্লেখ্য যে আমি যখন নতুন তাবলীগ এ গেছি।যাওয়ার পরে আল্লাহর দয়ায় যখন পরিবর্তন হয়ে গেলাম তখন এলাকার মানুষ আমার বাপকে বলছে ওর সাথে জিন আসছে।এই বলে এক হুজুর এনে তদবির করাইছে। হুজুর বলতো তার সাথে জিন আছে। কি একটা পড়ত আর সাথে সাথে শরীরে অনেক জোরে ঝাকি দিত। আর বলতো এখন কেউ কথা বলবেন না কারণ এখন জিন আসছে।আসলে ছিলো পুরাই ভন্ডামি।এই বলে পানি ডাব পড়া দিত।আর মাটি পরে দিত সেটা শরীরে মাখতাম এর দ্বারা কি আমার কোনো ক্ষতি হইছে যার জন্য এখন এগুলা হচ্ছে।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২ ফেব্রুয়ারী, ২০২২
কুতুবদিয়া