আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৯২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Assalamuyalaikum, আমার অনেক গ্যাস্টিকের প্রবলেম , পায়খানার ও সমস্যা হয় অনেক অনেক সময় YouTube এ এই সকল বিষয় নিয়ে দোয়া দেখি। আমার আমার এ সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য কি কোন দোয়া আছে ? সেই দোয়াটি কী?

২৮ ডিসেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


 



এর জন্য আপনি নিয়মিত সকাল-সন্ধ্যা ২০০ বার করে 

 ..لا حول ولا قوة إلا بالله"

এবংلا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ


২০০ বার এবং ছয় তাসবীহের আমল করুন।

# গ্যাস্টিক সৃষ্টিতে কিংবা বাড়াতে সহযোগিতা করে এমন খাবার পররিহার করুন।


# প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।


والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন