আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১২৯৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম!

আমার প্রশ্নটি হচ্ছে দোয়াতে আল্লাহর কাছে অনেক সময় এমনভাবে চাওয়া হয়, যা বাহ্যিকভাবে দোয়ার আদব পরিপন্থী মনে হয়।

যেমন- বুষ্টি হতে বাঁচার দোয়াতে বলা হয়েছে,

আমাদের এখানে বৃষ্টি বর্ষন করবেন না। সেখানে প্রযোজন সেখানে দিন। এটা তো আদেশ হয়ে গেল।

যে যেখানে প্রয়োজন সেখানে দিন।

আরো আদবের সাথে বলা যেত,


হে পরোযার দেগার আমরা বৃষ্টি আর প্রযোজন। দয়া করে আমাদের হতে বৃষ্টি তুলে নিন। গভীর ভালোবাসায় বিনয়াবনত চিত্তে চাওয়া যেত।

এভাবে আদের ভাষা দোয়াতে ব্যবহার কি সমুচীন হচ্ছে। নাকি দোয়ার এটি শিষ্টাচার বহির্ভূত কাজ এটি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১২ ডিসেম্বর, ২০২১
সিলেট ৩১০০