মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৪. নামায অধ্যায়

হাদীস নং: ৯৩
মসজিদে হারানো বস্তুর ঘোষণা করা নিষেধ
৯৩। হযরত বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী (ﷺ) কোন এক ব্যক্তিকে মসজিদে তার উট খোঁজ করতে শুনেন। সে মসজিদে তার হারনো উটের ঘোষণা দিচ্ছে। তখন তিনি বললেন : (তুমি তোমার উট) যেন না পাও। অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, রাসূল (ﷺ) শুনেন এক ব্যক্তি মসজিদে তার উট খোঁজ করছে। তখন তিনি বলেনঃ তুমি এটা না পাও। নিশ্চয়ই এ ঘর তৈরী করা হয়েছে ঐ কাজের জন্য যে কাজের জন্য এটা তৈরী করা হয়েছে।।
অপর এক রিওয়ায়েতে আছে, এক ব্যক্তি মসজিদে তার মাথা প্রবেশ করিয়ে দেয় এবং বলে, কে আমার হারানো লাল উটের সন্ধান দিতে পারবে? তখন রাসূল (ﷺ) বলেনঃ তুমি তোমার উট না পাও, নিশ্চয়ই মসজিদ ঐ কাজের জন্য, যে কাজের জন্য তা তৈরী করা হয়েছে।
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَنْشُدُ جَمَلًا فِي الْمَسْجِدِ، فَقَالَ: «لَا وَجَدْتَ» ، وَفِي رِوَايَةٍ: " سَمِعَ رَجُلًا يَنْشُدُ بَعِيرًا، فَقَالَ: لَا وَجَدْتَ، إِنَّ هَذِهِ الْبُيُوتَ بُنِيَتْ لِمَا بُنِيَتْ لَهُ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের সহীহ কিতাবসমূহের মধ্যে এই হাদীস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। দারিমী হযরত আবু হুরায়রা (রা) থেকে মরফু' রিওয়ায়েত করেন যে, হুযূর (সা) বলেছেনঃ যদি তোমরা কাউকে মসজিদে ক্রয়-বিক্রয় করতে দেখতে পাও, তাহলে তাকে বল আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিন। অথবা যদি কেউ মসজিদে তার হারানো উট খোঁজ করে, তাহলে তাকে বল, আল্লাহ যেন তোমার হারানো বস্তু ফিরিয়ে না দেন বা তুমি যেন তা না পাও।
কিন্তু হুযূর (সা) হাদীস ان هذه البيوت بنيت لما بنيت له -এরদ্বারা নিষেধাজ্ঞার একটি সীমা নির্ধারণ করেছেন এবং এ দিকে ইঙ্গিত করেছেন যে, যে কোন কাজ যা মসজিদ নির্মাণের উদ্দেশ্যের পরিপন্থী হবে, তা শরীয়তের দৃষ্টিতে নাজায়েয ও হারাম। মসজিদ নির্মাণের উদ্দেশ্য হলো, নামায পড়া ও আল্লাহর যিকির করা। সুতরাং যে কাজ এ উদ্দেশ্যের পরিপন্থী হবে অথবা এতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, তা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এর উপর কঠোর শাস্তির কথা বলা হয়েছে। যেমন মসজিদে দুনিয়ার কথাবার্তা বলা, হস্তশিল্পের কাজ করা অথবা এরূপ আওয়াজে কথা বলা যাতে মুসল্লীদের নামাযে ব্যাঘাত সৃষ্টি হয়। কোন কোন উলামায়ে কিরাম উচ্চস্বরে যিকির করতেও নিষেধ করেছেন। মোটকথা, এ হাদীসের দ্বারা মসজিদে কোন হারানো বস্তুর খোঁজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান