মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৩. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৬
মোযার উপর মাসেহ করা
৫৬। হযরত বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) (একবার) উযু করেন এবং মোযার উপর মাসেহ করেন। অতঃপর এরদ্বারা পাঁচ ওয়াক্ত নামায আদায় করেন।
عَنْ عَلْقَمَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ، وَصَلَّى خَمْسَ صَلَوَاتٍ»
হাদীসের ব্যাখ্যা:
কারো কারো ধারণা হলো এই যে, মোযার উপর মাসেহ করা এটা অপূর্ণাঙ্গ পবিত্রতা (طهارت ناقصه)। কিন্তু হুযূর (সা)-এর মোযার উপর মাসেহ করে পাঁচ ওয়াক্ত নামায আদায় করার ফলে উপরোক্ত বাতিল ধারণাটি খন্ডন হয়ে যায়।


বর্ণনাকারী: