মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২. ইলম অধ্যায়
হাদীস নং: ৩৪
ফিকহ-এর জ্ঞান অর্জনের ফযীলত
৩৪। হযরত উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত আয়েশা (রাযিঃ)-কে উদ্দেশ্য করে বলেছেনঃ হে আয়েশা! ইল্ম ও কুরআনকে নিজের রীতি-নীতি, চাল-চলন ও আদর্শ হিসেবে গ্রহণ কর।
عَنْ إسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ، لِيَكُنْ شِعَارُكِ الْعِلْمَ وَالْقُرْآنَ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি সংক্ষিপ্ত হলেও এতে সামগ্রিকভাবে ইলম ও কুরআনের গুরুত্ব ও ফযীলত বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ইলম ও কুরআনের সাথে তোমাদের এরূপ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি কর যাতে ইল্ম ও কুরআন অনুযায়ী তোমাদের যাবতীয় কাজকর্ম, চাল-চলন, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ এবং পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত জীবন পরিচালিত হয়।


বর্ণনাকারী: