মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২. ইলম অধ্যায়
হাদীস নং: ৩৩
ফিকহ-এর জ্ঞান অর্জনের ফযীলত
৩৩। হযরত আবু হানীফা (রাহঃ) বলেন: আমি ৮০ হিজরীতে জন্মগ্রহণ করেছি এবং ৯৬ হিজরীতে আমার পিতার সাথে আমি হজ্বে গিয়েছি। তখন আমার বয়স ছিল ১৬ বছর। যখন আমি মসজিদে হারামে গমন করি, তখন অনেক লোককে একটি মজলিসে বসা দেখতে পেলাম। আমি আমার পিতার নিকট জিজ্ঞাসা করলাম, এই মজলিস কোন বুযুর্গের খাতিরে আয়োজন করা হয়েছে? তিনি বললেন, এ মজলিস নবী করীম (ﷺ)-এর সাহাবী হযরত আব্দুল্লাহ্ ইবনে হারিস ইবনে জায়উয-যুবায়দী (রাযিঃ)-এর জন্য আয়োজন করা হয়েছে। আমি সামনে অগ্রসর হলাম এবং তাঁকে এটা বলতে শুনলাম যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ইরশাদ করতে শুনেছি যে, যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে আল্লাহর দ্বীনের জ্ঞান এবং দ্বীনের ইলম অর্জন করবে, আল্লাহ্ তার জন্য যথেষ্ট হবেন এবং তাকে এরূপ স্থান থেকে রিযিক দান করবেন যা সে ধারণাও করেনি।
عن ابي حنيفة وُلِدْتُ سَنَةَ ثَمَانِينَ، وَحَجَجْتُ مَعَ أَبِي سَنَةَ سِتٍّ وَتِسْعِينَ، وَأَنَا ابْنُ سِتَّ عَشْرَةَ سَنَةً، فَلَمَّا دَخَلْتُ الْمَسْجِدَ الْحَرَامَ، وَرَأَيْتُ حَلَقَةً، فَقُلْتُ لِأَبِي: حَلَقَةُ مَنْ هَذِهِ؟ فَقَالَ: حَلَقَةُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَرْثِ بْنِ جَزْءٍ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَقَدَّمْتُ فَسَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ تَفَقَّهَ فِي دِينِ اللَّهِ كَفَاهُ اللَّهُ مَهَمَّهُ وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবদুল্লাহ্ ইবনে হারিস (রা)-এর ইনতিকালের তারিখের ব্যাপারে মতপার্থক্য রয়েছে। যদি তাঁর ইনতিকাল ৮৫ থেকে ৮৮ হিজরীর মধ্যে হয়ে থাকে, তাহলে ঐ সময় ইমাম আবূ হানীফা (র)-এর বয়স হবে ৫ থেকে ৮ বছর এবং তিনি তাঁর পিতার সাথে ৯৬ হিজরীতে হজ্জ আদায় করেছেন। তাহলে এ হিসাবে ইমাম আবূ হানীফার সাথে হযরত আবদুল্লাহ (রা)-এর সাক্ষাত প্রমাণিত হয় না। কিন্তু বুরহানুল ইসলাম হুসাইন ইবনে আলী ইবনে হুসাইন গযনবী বলেন, ৯৬ হিজরীতে হযরত আবদুল্লাহ ইবনে হারিস (রা)-এর ইনতিকাল হয়। সুতরাং এর দ্বারা সাক্ষাত প্রমাণিত হয়।
হযরত (সা)-এর ইরশাদ كَفَاهُ اللَّهُ مَهَمَّهُ - এর দ্বারা ইহকাল ও পরকালের যিম্মাদারী বুঝানো হয়েছে এবং وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ এর দ্বারা পবিত্র কুরআনের وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ - এর আয়াত দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লামা খতীব স্বীয় তারিখে যিয়াদ ইবনে হারিস আবাদানী থেকে মরফু' রিওয়ায়েত করেছেন যে, “যে ব্যক্তি ইলম শিক্ষা করে, আল্লাহ তার রিযিকের যিম্মাদার হয়ে যান।
হযরত (সা)-এর ইরশাদ كَفَاهُ اللَّهُ مَهَمَّهُ - এর দ্বারা ইহকাল ও পরকালের যিম্মাদারী বুঝানো হয়েছে এবং وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ এর দ্বারা পবিত্র কুরআনের وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ - এর আয়াত দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লামা খতীব স্বীয় তারিখে যিয়াদ ইবনে হারিস আবাদানী থেকে মরফু' রিওয়ায়েত করেছেন যে, “যে ব্যক্তি ইলম শিক্ষা করে, আল্লাহ তার রিযিকের যিম্মাদার হয়ে যান।
