উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ)

أم هانئ بنت أبي طالب بْن عبد المطلب بْن هاشم

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): মহিলা সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত উম্মু হানী রাযি. হযরত উম্মু হানী রাযি. অত্যন্ত বুদ্ধিমতী ও অভিজাত এক কুরায়শী হাশিমী সাহাবিয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন এবং হযরত আলী রাযি.-এর সহোদরা। তাঁর প্রকৃত নাম ফাখিতা। পুত্র হানীর নামে তাঁকে উম্মু হানী অর্থাৎ হানীর মা বলে ডাকা হত। কোনও কোনও বর্ণনা অনুযায়ী তাঁর প্রকৃত নাম জুমানা। তবে অধিকাংশের মতে ফাখিতাই তাঁর আসল নাম। জুমানা ছিল তাঁর এক বোনের নাম। তাঁদের মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ। তিনি হিজরতের ৫০ বছর আগে জন্মগ্রহণ করেন। তিনি হযরত আলী রাযি.-এর বড় এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বছর তিনেকের ছোট। তাঁরা একইসঙ্গে লালিত-পালিত হন। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তিকালের পর চাচা আবু তালিবই শিশু মুহাম্মাদ (নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পালনের ভার গ্রহণ করেছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের বয়সে উপনীত হলে চাচা আবু তালিবের কাছে উম্মু হানী রাযি.-কে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে একই সময় মাখযূম গোত্রের... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

أُمُّ هَانِىء بِنْتُ عَمِّ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- أَبِي طَالِبٍ السَّيِّدَةُ، الفَاضِلَةُ، أُمُّ هَانِئ بِنْتُ عَمِّ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- أَبِي طَالِبٍ عَبْدِ مَنَافٍ بنِ عَبْدِ المُطَّلِبِ بنِ هَاشِمٍ الهَاشِمِيَّةُ، المَكِّيَّةُ.أُخْتُ عَلِيٍّ وَجَعْفَرٍ. اسْمُهَا: فَاخِتَةُ. وَقِيْلَ: هِنْدٌ. تَأَخَّرَ إِسْلاَمُهَا. دَخَلَ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- إِلَى مَنْزِلِهَا يَوْمَ الفَتْحِ، فَصَلَّى عِنْدَهَا ثَمَانِ رَكَعَاتٍ ضُحَىً. رَوَتْ أَحَادِيْثَ. حَدَّثَ عَنْهَا: حَفِيْدُهَا؛ جَعْدَةُ، وَمَوْلاَهَا؛ أَبُو صَالِحٍ بَاذَامُ، وَكُرَيْبٌ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بنُ أَبِي لَيْلَى، وَمُجَاهِدُ بنُ جَبْرٍ، وَعَطَاءُ بنُ أَبِي رَبَاحٍ، وَعُرْوَةُ بنُ الزُّبَيْرِ، وَآخَرُوْنَ. كَانَتْ تَحْتَ هُبَيْرَةَ بنِ عَمْرِو بنِ عَائِذٍ المَخْزُوْمِيِّ، فَهَرَبَ يَوْمَ الفَتْحِ إِلَى نَجْرَانَ، أَوْلَدَهَا: عَمْرَو بنَ هُبَيْرَةَ، وَجَعْدَةَ، وَهَانِئاً، وَيُوْسُفَ، وَأَسْلَمَتْ يَوْمَ الفَتْحِ. قَالَ ابْنُ إِسْحَاقَ: لَمَّا بَلَغَ هُبَيْرَةَ إِسْلاَمُهَا، قَالَ أَبْيَاتاً مِنْهَا: وَعَاذِلَةٍ هَبَّتْ بِلَيْلٍ تَلُوْمُنِي ... وَتَعْذُلُنِي بِاللَّيْلِ ضَلَّ ضَلاَلُهَا وَتَزْعُمُ أَنِّي إِنْ أَطَعْتُ عَشِيْرَتِي ... سَأُوْذَى، وَهَلْ يُؤْذِيْنِي إِلاَّ زَوَالُهَا ؟ فَإِنْ كُنْتِ قَدْ تَابَعْتِ دِيْنَ مُحَمَّدٍ ... وَقُطِّعَتِ الأَرْحَامُ مِنْكِ حِبَالُهَا فَكُوْنِي عَلَى أَعْلَى سَحِيْقٍ بِهَضْبَةٍ ... مُلَمْلَمَةٍ غَبْرَاءَ يَبْسٍ بِلاَلُهَا قُلْتُ: لَمْ يَذْكُرْ أَحَدٌ... বিস্তারিত পড়ুন