মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২. ইলম অধ্যায়

হাদীস নং: ৩৫
যিকিরকারীদের ফযীলত
৩৫। হযরত আলী ইবনে আকমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এক জামাআতের নিকট দিয়ে পথ অতিক্রম করছিলেন এবং ঐ জামাআত আল্লাহর যিকিরে (তিলাওয়াতে কুরআন, তাসবীহ-তাহলীল) মগ্ন ছিল। তিনি তাদেরকে বললেনঃ তোমরা হলে ঐ সমস্ত লোক, যাদের সাথে থাকার জন্য আমি আদিষ্ট হয়েছি এবং তোমাদের মত যারা আল্লাহর যিকিরে বসে, ফিরিশতাগণ তাদেরকে স্বীয় পাখার ছায়ায় নিয়ে থাকেন, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং আল্লাহ তাঁর নিকটে উপস্থিত ফিরিশতাদের সাথে তাদের সম্পর্কে আলোচনা করে থাকেন।
عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَرَّ بِقَوْمٍ يَذْكُرُونَ اللَّهَ تَعَالَى، فَقَالَ: «أَنْتُمْ مِنَ الَّذِينَ أُمِرْتُ أَنْ أَصْبِرَ نَفْسِي مَعَهُمْ، وَمَا جَلَسَ عَدْلُكُمْ مِنَ النَّاسِ، فَيَذْكُرُونَ اللَّهَ تَعَالَى، إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ بِأَجْنِحَتِهَا، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস তিরমিযী ও ইবনে মাজাহ হযরত আবূ হুরায়রা (রা) এবং আবূ সাঈদ খুদরী (রা) থেকে وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ এ বাক্য সংযোগ করে বর্ণনা করেছেন। অর্থাৎ তাদের উপর শান্তি নাযিল হয়ে থাকে এবং অন্তরের জল্পনা-কল্পনা যিকরের শব্দ উচ্চারণের সাথে সাথে হ্রাস পেয়ে যায়। আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি হয়ে থাকে। পবিত্র কুরআনে ঐ দিকে ইঙ্গিত করা হয়েছে, "আল্লাহর যিকিরের দ্বারা অন্তরের প্রশান্তি লাভ হয়ে থাকে। অর্থাৎ অন্তরে প্রশান্তি লাভের একমাত্র চিকিৎসা আল্লাহর যিকির। যিকিরের বরকতে মানুষ আল্লাহর রহমতের সৌভাগ্য লাভ করে থাকে।

অতঃপর বলা হয়েছে “আল্লাহ ফিরিশতাদের সাথে যিকিরকারীদের সম্পর্কে আলোচনা করে থাকেন।" এই আলোচনা মানুষের উচ্চ মর্যাদার কারণেই করা হবে। আল্লাহর পরিচয় ও আল্লাহ্-ভীতির কারণে তাদের সামনে আনন্দ প্রকাশ করা হবে। মানুষ সৃষ্টির শুরুতে যে রহস্য গোপন ছিল এবং ফিরিশতাগণ যে সম্পর্কে অবগত ছিলেন না, এ দিন তা প্রকাশ করা হবে এবং মানুষের সৃষ্টির ব্যাপারে ফিরিশতাগণ বিরোধিতা করে যে যুক্তি আল্লাহর নিকট পেশ করেছিল, এখন আল্লাহ্ সেই ঘটনার কথা উল্লেখ করে বলবেন, হে ফিরিশতাগণ ! এরাই হল সেই মানব জাতি, যাদের মধ্যে তোমরা শুধু ফাসাদ ও রক্তপাতের অভিযোগ প্রত্যক্ষ করেছ। দেখ, তারাই কত অবেগ-অনুভূতি ও আনন্দের সাথে আল্লাহর যিকিরে মগ্ন রয়েছে এবং আল্লাহর রহমত তাদেরকে স্বীয় বক্ষে আলিঙ্গন করে নিয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান