শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৫২
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৫২। আলী ইব্‌ন মা’বাদ (রাহঃ) ….. আবু মাসউদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (স) বলেছেনঃ চাঁদ-সুর্য আল্লাহ্‌ তাআলার নিদর্শনাবলী হতে দুটি নিদর্শন । এগুলোতে কারো হায়াত-মউতের কারণে গ্রহণ লাগে না। অতএব যখন তোমরা তা প্রত্যক্ষ করবে তখন প্রস্তুতি নিয়ে সালাত পড়বে। এ হাদীসে উম্মতকে উপরোক্ত নিদর্শন প্রত্যক্ষ করা কালে সালাতের জন্য প্রস্তুতির নির্দেশ দেয়া হয়েছে । আর পূর্ববর্তী হাদীস গুলোতে নির্দেশ দেয়া হয়েছে সালাতের পর দুআ-ইস্‌তিগফারের, যতক্ষণ না সূর্য পুর্ণ আলোকোজ্জ্বল হয়।
এতে বুঝা যায় সূর্য পরিষ্কার হবার পূর্বে সালাত শেষ না করার নির্দেশ দেয়া হয়নি । এতে প্রমাণিত হয়, উম্মত ইচ্ছা করলে দীর্ঘ সালাত পড়বে। আবার সংক্ষিপ্ত সসালাত পড়ে সাথে সাথেওই দুআয় রত হতে পারবে যতক্ষণ না সূর্য পূর্ণ আলোকোজ্জ্বল হয়ে যায় ।
1952 - مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ , عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ , قَالَ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ الْأَنْصَارِيَّ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمُوهُ فَقُومُوا فَصَلُّوا» فَأُمِرُوا فِي هَذَا الْحَدِيثِ بِالْقِيَامِ عِنْدَ رُؤْيَتِهِمْ ذَلِكَ لِلصَّلَاةِ وَأُمِرُوا فِي الْأَحَادِيثِ الْأُوَلِ بِالدُّعَاءِ وَالِاسْتِغْفَارِ بَعْدَ الصَّلَاةِ حَتَّى تَنْجَلِيَ الشَّمْسُ فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّهُمْ لَمْ يُؤْمَرُوا بِأَنْ لَا يَقْطَعُوا الصَّلَاةَ حَتَّى تَنْجَلِيَ الشَّمْسُ , وَثَبَتَ بِذَلِكَ أَنَّ لَهُمْ أَنْ يُطِيلُوا الصَّلَاةَ إِنْ أَحَبُّوا , وَإِنْ شَاءُوا قَصَرُوهَا , وَوَصَلُوهَا بِالدُّعَاءِ حَتَّى تَنْجَلِيَ الشَّمْسُ ,
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৯৫২ | মুসলিম বাংলা