শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৫১
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৫১। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) …… আস্‌মা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (স) সূর্যগ্রহণকালে গোলাম আযাদ করার নির্দেশ দিয়েছেন । এটা আমাদের উল্লিখিত বক্তব্যের স্বপক্ষে প্রমাণ। এ প্রসঙ্গে আবু মাসউদ আনসারী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্‌ (স) থেকে হাদীস বর্ণিত হয়েছেঃ
1951 - وَقَدْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا الرَّبِيعُ بْنُ يَحْيَى , قَالَ: ثنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ فَاطِمَةَ , عَنْ أَسْمَاءَ قَالَتْ: «أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَتَاقَةِ عِنْدَ الْكُسُوفِ» فَدَلَّ ذَلِكَ عَلَى مَا ذَكَرْنَاهُ. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ , عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৯৫১ | মুসলিম বাংলা