মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২০৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড় পরার মুস্তাহাব, জায়িয এবং হারাম সীমানা।
২০৭। শারীদ ইবন সুওয়াইদ (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সাকীফ গোত্রের এক লোকের পিছু ধরলেন। (অন্য বর্ণনায়। রাসূলুল্লাহ (ﷺ) এক লোককে স্বীয় ইযার ঝুলিয়ে চলতে দেখলেন।) তিনি তার পিছনে দ্রুত হেটে তার কাপড়ে ধরে বললেন, তুমি তোমার ইয়ার উঁচু কর। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি স্বীয় হাটু খুলে বলল, ইয়া রাসুলাল্লাহ। আমার পা ভিতরের দিকে বেঁকে গেছে এবং আমার হাটুদ্বয় একটি অপরটির সঙ্গে টক্কর খায়। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর সকল সৃষ্টি সুন্দর। বর্ণনাকারী বলেন, মৃত্যু পর্যন্ত এই লোকের ইযার তার গোছার অর্ধাংশ পর্যন্তই দেখা গিয়েছে। (আল্লাহ তাঁর ওপর সন্তুষ্ট হোন)।
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الحد المستحب للثوب والجائز والحرام
207- عن الشريد بن سويد أن النبى صلى الله عليه وسلم تبع رجلا من ثقيف (وفى رواية أبصر رسول الله صلى الله عليه وسلم رجلا يجر ازاره) حتى هرول فى أثره حتى أخذ ثوبه فقال ارفع ازارك قال فكشف الرجل عن ركبتيه فقال يا رسول الله انى احنف وتصطك ركبتاى، فقال رسول صلى الله عليه وسلم كل خلق الله عز وجل حسن، قال ولم ير ذلك الرجل إلا وازاره إلى أنصاف ساقيه حتى مات "رضى الله عنه
বর্ণনাকারী: