মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২০৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড় পরার মুস্তাহাব, জায়িয এবং হারাম সীমানা।
২০৬। কাসিম ইবন আবদির রহমান (র) সূত্রে আমর আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি (কাসিম) বলেন, একদা আমর (রা) স্বীয় ইযার ঝুলিয়ে চলছিলেন। সে সময় হঠাৎ রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে তার সাক্ষাত হল। তখন তিনি নিজের কপাল ধরে বলতে লাগলেন اللَّهُمَّ أَنَا عَبْدُكَ بْنُ عَبْدِكَ بْنِ اَمَتِكَ (হে আল্লাহ! আমি আপনার দাস, আপনার দাসের সন্তান, আপনার দাসীর সন্তান।) আমর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি শীর্ণ গোছাবিশিষ্ট পুরুষ। তিনি বললেন, হে আমর। নিশ্চয়ই আল্লাহ তা'আলা সবকিছুকে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন। (বর্ণনাকারী বলেন,) তারপর (ﷺ) রাসূলুল্লাহ স্বীয় ডান হাতের চার আঙ্গুল আমর (রা)-এর হাটুর নীচে স্থাপন করে বললেন, হে আমর! এটা হল ইযার পরার স্থান। এরপর তিনি (সেখান থেকে) হাত উঠিয়ে দ্বিতীয় স্থানে (দ্বিতীয় চার আঙ্গুল) রেখে বললেন, হে আমর! এটা ইযার পরার স্থান।
(হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الحد المستحب للثوب والجائز والحرام
206- عن القاسم بن عبد الرحمن عن عمرو بن فلان الانصارى قال بينا هو يمشى قد أسبل ازاره إذ لحقه رسول الله صلى الله عليه وسلم وقد أخذ بناصية نفسه وهو يقول اللهم عبدك بن عبدك بن امتك قال عمرو فقلت يا رسول انى رجل حمش الساقين فقال يا عمرو إن الله عز وجل قد أحسن كل شئ خلقه يا عمرو، وضرب رسول الله صلى الله عليه وسلم بأربع أصابع من كفه اليمنى تحت ركبة عمرو فقال يا عمرو هذا موضع الازار، ثم رفعها ثم وضعها تحت الثانية فقال يا عمرو هذا موضع الازار