মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২০৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কাপড় পরার মুস্তাহাব, জায়িয এবং হারাম সীমানা।
২০৫। আবূ তামীমা হুজায়মী (র) সূত্রে তার গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ইযার পরিধান করা সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তাকে বললাম, আমি কোথায় ইযার পরব? তখন তিনি স্বীয় ইযার তার পায়ের গোছার হাড় পর্যন্ত উঁচু করলেন এবং বললেন, এখানে ইযার পর। যদি এটা করতে না চাও, তবে এর নীচে এখানে। এটাও যদি করতে না চাও, তবে টাখনুর ওপরে- এখানে। যদি তুমি এটাও করতে না পার, তবে জেনে রাখ। আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। বর্ণনাকারী বলেন, এবং আমি তাকে সৎ কাজ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম।....... শেষ পর্যন্ত।
كتاب اللباس والزنية
باب ما جاء فى الحد المستحب للثوب والجائز والحرام
205- عن أبى تميمة الهجيمى عن رجل من قومه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن الازار فقلت أين أتزر؟ فاقنع ظهره بعظم ساقه وقال ههنا اتزر، فان أبيت فهنا أسفل من ذلك، فان أبيت فهنا فوق الكعبين فان أبيت فان الله لا يحب كل مختال فخور، قال وسألته عن المعروف الخ