শারীদ ইবনে সুআয়দ (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত শারীদ ইবন সুওয়ায়দ রাযি. হযরত শারীদ ইবন সুওয়ায়দ রাযি. একজন বিখ্যাত সাহাবী। তিনি তায়েফে বাস করতেন। তায়েফের বিখ্যাত ছাকীফ গোত্রের সঙ্গে তিনি সম্পর্কযুক্ত। তবে তাঁর জন্ম এ গোত্রে কি না, সে সম্পর্কে মতভেদ আছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি জন্মসূত্রেই ছাকীফ গোত্রের লোক। কারও মতে তিনি মূলত হাযরামওতের লোক। তাঁর পূর্বপুরুষের কেউ ছাকীফ গোত্রের সঙ্গে মৈত্রীচুক্তিতে আবদ্ধ হয়ে তায়েফে থেকে যান আর সেই সূত্রেই তিনি ও তাঁর বংশধরগণ ছাকীফ গোত্রের পরিচয়ে পরিচিত হয়ে থাকেন। হযরত শারীদ রাযি.-এর আসল নাম ছিল মালিক। শারীদ তাঁর উপাধি। এর অর্থ পলাতক। তাঁর এ উপাধি সম্পর্কে ঐতিহাসিক আবূ নু'আয়ম বলেন, ইসলামগ্রহণের পর তিনি মদীনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন আর তখন তিনি তাঁকে এই উপাধি দান করেন। এর কারণ সম্ভবত এই যে, তিনি ছাকীফ গোত্রের লোকদের থেকে পালিয়ে এসেছিলেন। এ গোত্র তখনও ইসলাম গ্রহণ করেনি। বরং তখন তারা ইসলামের ঘোরশত্রু। তারা ইসলাম গ্রহণ করে মক্কাবিজয়ের... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী