আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৪৭
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৭. হযরত আবু মাসউদ আল-বদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: তোমাদের পূর্ববর্তী উম্মতের জনৈক ব্যক্তির হিসাব নেয়া হল; কিন্তু তার কোন নেক আমলই খুঁজে পাওয়া গেল না। তবে লোকটি মানুষের সাথে মেলামেশা করতো এবং সে ছিল সচ্ছল। সে তার কর্মচারীদেরকে বলে রাখতো যে, তারা যেন অসজ্জ্বল ব্যক্তিকে ক্ষমা করে দেয়। আল্লাহ্ তা'আলা বললেন: আমিইতো এ ব্যাপারে সর্বাধিক উপযুক্ত। (হে ফিরিশতাগণ!) তাকে মাফ করে দাও।
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1347 - وَعَن أبي مَسْعُود البدري رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حُوسِبَ رجل مِمَّن كَانَ قبلكُمْ فَلم يُوجد لَهُ من الْخَيْر شَيْء إِلَّا أَنه كَانَ يخالط النَّاس وَكَانَ مُوسِرًا وَكَانَ يَأْمر غلمانه أَن يتجاوزوا عَن الْمُعسر
قَالَ الله تَعَالَى نَحن أَحَق بذلك تجاوزوا عَنهُ
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
قَالَ الله تَعَالَى نَحن أَحَق بذلك تجاوزوا عَنهُ
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ


বর্ণনাকারী: