আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৪৬
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: জনৈক ব্যক্তি মানুষের সাথে লেনদেন করত। সে তার কর্মচারীকে বলে রেখেছিল যে, যখন তোমার কোন অসচ্ছল ব্যক্তির সাথে পালা পড়বে, তখন তুমি তাকে ছাড় দেবে, হয়তো আল্লাহ্ তা'আলা আমাদেরকেও ছাড় দেবেন। তারপর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করল এবং তিনি তাকে ক্ষমা করে দিলেন।
(হাদীসটি বুখারী, মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন। নাসাঈর বর্ণনাটি এরূপ: রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: জনৈক ব্যক্তি এমন ছিল যে, কোনদিন সে কোন নেক আমল করেনি। সে মানুষের সাথে লেন-দেন করত এবং তার প্রতিনিধিকে বলে দিয়েছিল যে, যা সহজে আদায় করা যায়, তা নিয়ে আসবে আর যা আদায় করা কষ্টকর হয়, তা ছেড়ে দেবে ও তাতে ছাড় দেবে। হয়তো এ ওসীলায় আল্লাহ্ আমাদেরকেও ছাড় দেবেন। তারপর সে যখন মৃত্যুমুখে পতিত হলো, তখন আল্লাহ্ তাকে জিজ্ঞেস করলেন, জীবনে কি কখনও কোন নেককাজ করেছ হে? সে বলল, 'জ্বী না'। তবে আমার একটি ছোকড়া ছিল আর আমি মানুষের সাথে লেনদেন করতাম। তাকে যখন পাওনা আদায়ের তাগাদায় পাঠাতাম, তখন বলে দিতাম যে, যা সহজে মিলে তা নিয়ে আসবে আর যা আদায় করা কষ্টকর হয়, তা ছেড়ে দেবে ও তাতে ছাড় দেবে। হয়তো এ ওসীলায় আল্লাহ্ আমাদেরকেও ছাড় দেবেন। আল্লাহ্ তা'আলা বললেন: যাও, আমিও তোমাকে মাফ করে দিলাম।
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1346 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كَانَ رجل يداين النَّاس وَكَانَ يَقُول لفتاه إِذا أتيت مُعسرا فَتَجَاوز عَنهُ لَعَلَّ الله عز وَجل يتَجَاوَز عَنَّا فلقي الله فَتَجَاوز عَنهُ

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَلَفظه إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن رجلا لم يعْمل خيرا قطّ وَكَانَ يداين النَّاس فَيَقُول لرَسُوله خُذ مَا تيَسّر واترك مَا عسر وَتجَاوز لَعَلَّ الله يتَجَاوَز عَنَّا فَلَمَّا هلك
قَالَ الله لَهُ هَل عملت خيرا قطّ قَالَ لَا إِلَّا أَنه كَانَ لي غُلَام وَكنت أداين النَّاس فَإِذا بعثته يتقاضى
قلت لَهُ خُذ مَا تيَسّر واترك مَا عسر وَتجَاوز لَعَلَّ الله يتَجَاوَز عَنَّا
قَالَ الله تَعَالَى قد تجاوزت عَنْك
tahqiqতাহকীক:তাহকীক চলমান