আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৪৫
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৫. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর দরবারে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হল যাকে তিনি অনেক ধন-সম্পদ দান করেছিলেন। আল্লাহ্ তাকে বললেন, দুনিয়ায় তুমি কি করেছিলে হে? হুযায়ফা বলেন, মানুষ তো আল্লাহর নিকট কোন কিছু গোপন করতে পারবে না। সে বলল, হে আমার রব! আপনি আমাকে ধন-সম্পদ দান করেছিলেন। আমি মানুষের সাথে ক্রয়-বিক্রয় করতাম। আর মানুষকে ছাড় দিয়ে যাওয়া ছিল আমার মজ্জাগত অভ্যাস। তাই আমি সক্ষম ব্যক্তির সাথেও কোমল আচরণ করতাম আর অসচ্ছলকে অবকাশ দিতাম। আল্লাহ তা'আলা বললেন, আমি তো তোমার চেয়ে এ আচরণের অধিকর্তর যোগ্য। (হে ফিরিশতাগণ) তোমরা আমার বান্দাকে ছাড় দাও।
উকবা ইব্ন আমির ও আবু মাসউদ আনসারী হাদীসটি শুনে বললেন, আমরাও রাসূলুল্লাহ্ (সা) এর মুখ থেকে এরূপই শুনেছি।
(হাদীসটি মুসলিম হুযায়ফা থেকে এভাবে মওকুফ পদ্ধতিতে এবং উকবা ও আবূ মাসউদ থেকে মারফু' পদ্ধতিতে বর্ণনা করেছেন।
উকবা ইব্ন আমির ও আবু মাসউদ আনসারী হাদীসটি শুনে বললেন, আমরাও রাসূলুল্লাহ্ (সা) এর মুখ থেকে এরূপই শুনেছি।
(হাদীসটি মুসলিম হুযায়ফা থেকে এভাবে মওকুফ পদ্ধতিতে এবং উকবা ও আবূ মাসউদ থেকে মারফু' পদ্ধতিতে বর্ণনা করেছেন।
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1345 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ أُتِي الله بِعَبْد من عباده آتَاهُ الله مَالا فَقَالَ لَهُ مَاذَا عملت فِي الدُّنْيَا قَالَ {وَلَا يكتمون الله حَدِيثا} النِّسَاء 24 قَالَ يَا رب آتيتني مَالا فَكنت أبايع النَّاس وَكَانَ من خلقي الْجَوَاز فَكنت أيسر على الْمُوسر وَأنْظر الْمُعسر فَقَالَ الله تَعَالَى أَنا أَحَق بذلك مِنْك تجاوزوا عَن عَبدِي
فَقَالَ عقبَة بن عَامر وَأَبُو مَسْعُود الْأنْصَارِيّ هَكَذَا سمعناه من فِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَوَاهُ مُسلم هَكَذَا مَوْقُوفا على حُذَيْفَة وَمَرْفُوعًا عَن عقبَة وَأبي مَسْعُود
فَقَالَ عقبَة بن عَامر وَأَبُو مَسْعُود الْأنْصَارِيّ هَكَذَا سمعناه من فِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَوَاهُ مُسلم هَكَذَا مَوْقُوفا على حُذَيْفَة وَمَرْفُوعًا عَن عقبَة وَأبي مَسْعُود


বর্ণনাকারী: