আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৪৪
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৪. বুখারী ও মুসলিমের এক বর্ণনায় হযরত হুযায়ফা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি যে, তোমাদের পূর্ববর্তী উম্মতের জনৈক ব্যক্তির কাছে (মৃত্যুর) ফিরিশতা তার রূহ কবয করার জন্য আসলেন এবং তাকে বললেন, তুমি কি কোন উত্তম কাজ করেছিলে হে? জবাবে সে বলল, আমি জানি না। তাকে বলা হল, তুমি একটু চিন্তা করে দেখ তো! সে বলল, আমি তেমন কিছুই জানি না, তবে দুনিয়াতে আমি মানুষের সাথে লেনদেন করতাম এবং সচ্ছল ব্যক্তিদেরকেও অবকাশ দিতাম আর অসচ্ছলদেরকে ক্ষমাই করে দিতাম। তখন আল্লাহ্ তাকে জান্নাতে প্রবেশ করতে দিলেন। হাদীসটি শুনে আবু মাসউদ বলেন উঠলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে এ হাদীসটি বলতে শুনেছি।
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1344 - وَفِي رِوَايَة للْبُخَارِيّ وَمُسلم عَنهُ أَيْضا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن رجلا مِمَّن كَانَ قبلكُمْ أَتَاهُ الْملك ليقْبض روحه فَقَالَ هَل عملت من خير قَالَ مَا أعلم
قيل لَهُ انْظُر قَالَ مَا أعلم شَيْئا غير أَنِّي كنت أبايع النَّاس فِي الدُّنْيَا فَأنْظر الْمُوسر
وأتجاوز عَن الْمُعسر فَأدْخلهُ الله الْجنَّة فَقَالَ أَبُو مَسْعُود وَأَنا سمعته يَقُول ذَلِك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৪৪ | মুসলিম বাংলা