আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৪৩
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪৩. মুসলিমের অপর একটি বর্ণনাও ইব্ন মাজাহ শরীফে হযরত হুযায়ফা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত হয়েছে যে, এক ব্যক্তি মৃত্যুমুখে পতিত হল এবং জান্নাতে প্রবেশ করল। তাকে জিজ্ঞেস করা হল, তুমি কি (নেক) আমল করতে হে? তখন সে নিজেই স্মরণ করল অথবা তাকে স্মরণ করিয়ে দেয়া হলো, তখন সে বলল, আমি মানুষের সাথে ক্রয়-বিক্রয় করতাম এবং অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিতাম ও মুদ্রা অথবা অর্থ আদায়ের ব্যাপারে ছাড় দিতাম। তখন তাকে ক্ষমা করে দেয়া হল
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1343 - وَفِي رِوَايَة لمُسلم وَابْن مَاجَه عَن حُذَيْفَة أَيْضا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن رجلا مَاتَ فَدخل الْجنَّة فَقيل لَهُ مَا كنت تعْمل قَالَ فإمَّا ذكر وَإِمَّا ذكر فَقَالَ كنت أبايع النَّاس فَكنت أنظر الْمُعسر وأتجوز فِي السِّكَّة أَو فِي النَّقْد فغفر لَهُ


বর্ণনাকারী: