আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১৩৪২
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪২. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: ফিরিশতাগণ তোমাদের পূর্ববর্তী জনৈক ব্যক্তির রূহ উঠিয়ে নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোন উত্তম কাজ করেছিলে হে? সে বলল জ্বী, না। তারা বললেন, তুমি স্মরণ করে দেখ। তখন সে বলল, আমি মানুষের সাথে লেনদেন করতাম। তখন আমার কর্মচারীদেরকে নির্দেশ দিতাম যে, তারা যেন অসচ্ছল ব্যক্তিকে (ঋণ পরিশোধে) অবকাশ দেয়। আর স্বচ্ছল ব্যক্তিদেরকেও ছাড় দেয়। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ্ ফিরিশতাদেরকে বললেন, তোমরাও তাকে ছাড় দাও।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণিত, পাঠ মুসলিমের।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণিত, পাঠ মুসলিমের।)
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1342 - وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تلقت الْمَلَائِكَة روح رجل مِمَّن كَانَ قبلكُمْ فَقَالُوا عملت من الْخَيْر شَيْئا قَالَ لَا
قَالُوا تذكر
قَالَ كنت أداين النَّاس فآمر فتياني أَن ينْظرُوا الْمُعسر ويتجوزوا عَن الْمُوسر قَالَ قَالَ الله تجاوزوا عَنهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
قَالُوا تذكر
قَالَ كنت أداين النَّاس فآمر فتياني أَن ينْظرُوا الْمُعسر ويتجوزوا عَن الْمُوسر قَالَ قَالَ الله تجاوزوا عَنهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ


বর্ণনাকারী: