আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১৩৪১
অসচ্ছল ব্যক্তির সাথে কঠোরতা না করা, তাকে অবকাশ দান ও দায়মুক্ত করে দেয়ার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৩৪১. হযরত আবূ কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি একবার তাঁর এক ঋণ গ্রহীতাকে তার পাওনা আদায়ের জন্য তলব করলেন; কিন্তু সে আত্মগোপন করে রইল। অতঃপর তিনি তাকে পেয়ে গেলেন। সে বলল, আমি বড় সংকটে আছি। আবু কাতাদা বললেন, আল্লাহর নামে শপথ করে বলতে পার? সে বলল, আল্লাহর শপথ! তখন আবু কাতাদা বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি, যে ব্যক্তি পসন্দ করে যে, আল্লাহ তাকে কিয়ামত দিবসের বিপদ থেকে মুক্তি দিন, সে যেন অসচ্ছল ব্যক্তিকে (ঋণ পরিশোধের ব্যাপারে) অবকাশ দান করে অথবা তাকে দায়মুক্ত করে দেয়।
(হাদীসটি মুসলিম প্রমুখ ইমামগণ বর্ণনা করেছেন। তাবারানীও সহীহ্ সনদে এ হাদীসটি 'আল-আওসাতে' উল্লেখ করেছেন। তাবারানীর বর্ণনাটি এরূপ: যে ব্যক্তি পসন্দ করে যে, আল্লাহ্ তাকে কিয়ামত দিবসের সংকটসমূহ থেকে মুক্তি দিন ও তাঁর আরশের ছায়ায় স্থান দিন, সে যেন অসচ্ছল ব্যক্তিকে (ঋণ পরিশোধের ব্যাপারে) অবকাশ দান করে।)
التَّرْغِيب فِي التَّيْسِير على الْمُعسر وإنظاره والوضع عَنهُ
1341 - عَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ أَنه طلب غريما لَهُ فتوارى عَنهُ ثمَّ وجده فَقَالَ إِنِّي مُعسر قَالَ آللَّهُ قَالَ آللَّهُ
قَالَ فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من سره أَن ينجيه الله من كرب يَوْم الْقِيَامَة فلينفس عَن مُعسر أَو يضع عَنهُ

رَوَاهُ مُسلم وَغَيره وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد صَحِيح وَقَالَ فِيهِ من سره أَن ينجيه الله من كرب يَوْم الْقِيَامَة وَأَن يظله تَحت عَرْشه فَلْينْظر مُعسرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান