আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১১৭
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৭. হযরত হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা যাকাত আদায় করে তোমাদের সম্পদ সংরক্ষণ কর, সদকা দিয়ে রোগ নিরাময় কর এবং প্রচণ্ড বিপদ অধিক বিনয়-নম্রতা সহকারে দু'আ করে প্রতিরোধ কর।
(আবূ দাউদ এটি 'মারাসীল' গ্রন্থে বর্ণনা করেছেন। তাবারানী ও বায়হাকী ব্যতীত অন্যান্যগণ একদল সাহাবা সূত্রে মারফু' সনদে এ হাদীস বর্ণনা করেন। তবে মুরসাল বর্ণনাটি অধিক সামঞ্জস্যপূর্ণ।)
(আবূ দাউদ এটি 'মারাসীল' গ্রন্থে বর্ণনা করেছেন। তাবারানী ও বায়হাকী ব্যতীত অন্যান্যগণ একদল সাহাবা সূত্রে মারফু' সনদে এ হাদীস বর্ণনা করেন। তবে মুরসাল বর্ণনাটি অধিক সামঞ্জস্যপূর্ণ।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1117 - وَعَن الْحسن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حصنوا أَمْوَالكُم بِالزَّكَاةِ وداووا مرضاكم بِالصَّدَقَةِ واستقبلوا أمواج الْبلَاء بِالدُّعَاءِ والتضرع
رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا عَن جمَاعَة من الصَّحَابَة مَرْفُوعا مُتَّصِلا والمرسل أشبه
رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا عَن جمَاعَة من الصَّحَابَة مَرْفُوعا مُتَّصِلا والمرسل أشبه


বর্ণনাকারী: