হাসান ইবনে আলী (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান):
জীবনী
হযরত হাসান রাযি. হযরত হাসান রাযি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এবং তাঁর কনিষ্ঠ কন্যা হযরত ফাতিমা রাযি.-এর জ্যেষ্ঠ পুত্র। পিতা হযরত আলী ইবন আবী তালিব রাযি.। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নামকরণ করেন ‘হাসান’ আর উপনাম রাখেন ‘আবূ মুহাম্মাদ’। তাঁর আগে আর কখনও কারও এ নাম রাখা হয়নি। তিনি হিজরী ৩য় সনের ১৫ই রমাযান মদীনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। তিনি হযরত আব্বাস রাযি.-এর স্ত্রী উম্মুল ফাদল রাযি.-এর দুধপান করেছিলেন। উম্মুল ফাদল রাযি. ছিলেন উম্মুল মুমিনীন হযরত মায়মূনা রাযি.-এর বোন। হযরত হাসান রাযি. ছিলেন অত্যন্ত রূপবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে তাঁর চেহারার খুব বেশি মিল ছিল। রাসূল নানা তাঁর এ প্রিয় নাতিকে খুবই ভালোবাসতেন। কোলে নিতেন, পিঠে চড়াতেন, চুমু খেতেন এবং আরও নানাভাবে তাঁকে স্নেহরসে অভিষিক্ত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় তাঁর বয়স ছিল মাত্র ৭ বছরের কিছু বেশি। হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর যমানাও ছিল তাঁর বাল্যকাল। তিনিও নবীবংশের এ প্রদীপকে অতিশয় স্নেহদৃষ্টিতে দেখতেন।... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী