আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১১৬
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা এক ব্যক্তি বলল: ইয়া রাসূলাল্লাহ! লোকের
সম্পদের যাকাত আদায়ের ব্যাপারে আপনি কী বলেন? রাসূলুল্লাহ (সা) বললেনঃ যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে, তার সম্পদের (যাবতীয়) অনিষ্টতা দূর হয়ে যাবে।
(তাবারানী নিজ শব্দযোগে 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম সংক্ষিপ্ত বর্ণনায় বলেন: তুমি তোমার সম্পদের যাকাত আদায় করলে, প্রকারান্তরে তুমি তা অনিষ্ট থেকে রক্ষা করলে। তিনি বলেনঃ এ হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1116 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رجل يَا رَسُول الله أَرَأَيْت إِن أدّى الرجل زَكَاة مَاله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أدّى زَكَاة مَاله فقد ذهب عَنهُ شَره

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَاللَّفْظ لَهُ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم مُخْتَصرا إِذا أدّيت زَكَاة مَالك فقد أذهبت عَنْك شَره
وَقَالَ صَحِيح على شَرط مُسلم
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১১৬ | মুসলিম বাংলা