আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১১৫
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৫. হযরত হুযায়ফা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: আটটি অংশের উপর ইসলাম স্থাপিত। তা হলঃ ১. আনুগ্যত, ২. সালাত, ৩. যাকাত, ৪. সিয়াম, ৫. বায়তুল্লাহ শরীফে হজ্জ পালন, ৬. আমর বিল মারূফ (সৎকাজের নির্দেশ), ৭. আন-নাহী আনিল মু'নকার (অসৎকাজের নিষেধ), এবং ৮. আল্লাহর পথে জিহাদ। এগুলো যে ধ্বংস করে ফেলবে, ইসলামে তার কোন হিসসা নেই।
(বাযযার মারফু' সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং তাঁর সনদে ইয়াযীদ ইবন আতা ইয়াশকুরী নামে একজন বর্ণনাকারী রয়েছেন। আবু ইয়ালা আলী (রা) থেকে মারফু' হাদীস বর্ণনা করেছেন। হুযায়ফা (রা) সূত্রে তিনি মাওকুফ হাদীসও বর্ণনা করেছেন। এ অভিমত অধিকতর বিশুদ্ধ। এ অভিমত ইমাম দারু কুতনীর এবং অপরাপরদের মতামতও রয়েছে।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1115 - وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْإِسْلَام ثَمَانِيَة أسْهم الْإِسْلَام سهم وَالصَّلَاة سهم وَالزَّكَاة سهم وَالصَّوْم سهم وَحج الْبَيْت سهم وَالْأَمر بِالْمَعْرُوفِ سهم وَالنَّهْي عَن الْمُنكر سهم وَالْجهَاد فِي سَبِيل الله سهم وَقد خَابَ من لَا سهم لَهُ

رَوَاهُ الْبَزَّار مَرْفُوعا وَفِيه يزِيد بن عَطاء الْيَشْكُرِي وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث عَليّ مَرْفُوعا أَيْضا وَرُوِيَ مَوْقُوفا على حُذَيْفَة وَهُوَ أصح قَالَه الدَّارَقُطْنِيّ وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১১৫ | মুসলিম বাংলা