আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১১৪
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি তাঁর সমকালীন উম্মাতের উদ্দেশ্যে বলেন: তোমরা আমার জন্য ছয়টি বিষয়ের যামীন হও, আমি তোমাদের জন্য জান্নাতের যামীনদার হবো। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! সেগুলো কি? তিনি বললেনঃ সালাত, যাকাত, আমানত, গুপ্তাংগ, পেট ও যবান।
(তাবারানী তাঁর 'আওসাত' এন্থে ত্রুটিমুক্ত সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন। এর সমর্থনে অনেক হাদীস এসেছে।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1114 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لمن حوله من أمته اكفلوا لي بست أكفل لكم بِالْجنَّةِ
قلت مَا هِيَ يَا رَسُول الله قَالَ الصَّلَاة وَالزَّكَاة وَالْأَمَانَة والفرج والبطن وَاللِّسَان

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَله شَوَاهِد كَثِيرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১১৪ | মুসলিম বাংলা