আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১১৩
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: তিনটি বিষয়ে আমি তোমাদের শপথ করে বলছি। ইসলামে যার কিছু অংশ আছে এবং যার কোন অংশ নেই, আল্লাহ তাকে সমান গণ্য করবেন না। ইসলামের অংশ তিনটি হলো: ১. সালাত, ২. সাওম ও ৩. যাকাত। আল্লাহ পৃথিবীতে যে বান্দাকে নিজ তত্ত্বাবধানে রাখেন, কিয়ামতের দিন তিনি তাকে অন্যের হাতে দেবেন না। হাদীসের শেষ পর্যন্ত।
(আহমদ হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1113 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاث أَحْلف عَلَيْهِنَّ لَا يَجْعَل الله من لَهُ سهم فِي الْإِسْلَام كمن لَا سهم لَهُ وأسهم الْإِسْلَام ثَلَاثَة الصَّلَاة وَالصَّوْم وَالزَّكَاة وَلَا يتَوَلَّى الله عبدا فِي الدُّنْيَا فيوليه غَيره يَوْم الْقِيَامَة
الحَدِيث
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১১৩ | মুসলিম বাংলা