আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১১২
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১২. হযরত আবুদ-দারদা থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যাকাত হল ইসলামের সেতু (পুল)।
(তাবরানীর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীসে ইবন লাহীয়া নামে একজন বিতর্কিত রাবী রয়েছেন। বায়হাকীর বর্ণনায়ও বাকীয়া ইবন ওয়ালীদ নামে একজন সমালোচিত রাবী রয়েছেন।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1112 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الزَّكَاة قنطرة الْإِسْلَام

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير وَفِيه ابْن لَهِيعَة وَالْبَيْهَقِيّ وَفِيه بَقِيَّة بن الْوَلِيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১১২ | মুসলিম বাংলা