আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১১৮
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৮. হযরত আলকামা (রা) থেকে বর্ণিত। একবার তাঁরা রাসূলুল্লাহ (সা) এর কাছে আসেন। তিনি বলেন, তখন নবী আমাদের উদ্দেশ্যে বলেনঃ তোমাদের সম্পদের যাকাত আদায়ের মধ্যেই রয়েছে তোমাদের ইসলামের পূর্ণতা।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1118 - وَرُوِيَ عَن عَلْقَمَة رَضِي الله عَنهُ أَنهم أَتَوا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فَقَالَ لنا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِن تَمام إسلامكم أَن تُؤَدُّوا زَكَاة أَمْوَالكُم

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১১৮ | মুসলিম বাংলা