আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১১৯
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: সপ্ত যমীনের নীচের সম্পদের যাকাত যদি আদায় করা হয়, তবে তা কানয নয়। আর যে সমস্ত সম্পদ দৃশ্যমান, তার যদি যাকাত আদায় না করা হয়, তবে তাও কানয।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে মারফু সনদে হাদীসটি উদ্ধৃত করেন। অন্যান্য রাবীগণ ইবন আমর (রা)-এর উপর ভিত্তি করে এ হাদীসটিকে মাওকূফ সূত্রে বর্ণনা করেন। আর এটিই সহীহ।)
(তাবারানী 'আওসাত' গ্রন্থে মারফু সনদে হাদীসটি উদ্ধৃত করেন। অন্যান্য রাবীগণ ইবন আমর (রা)-এর উপর ভিত্তি করে এ হাদীসটিকে মাওকূফ সূত্রে বর্ণনা করেন। আর এটিই সহীহ।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1119 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كل مَال وَإِن كَانَ تَحت سبع أَرضين تُؤَدّى زَكَاته فَلَيْسَ بكنز وكل مَال لَا تُؤَدّى زَكَاته وَإِن كَانَ ظَاهرا فَهُوَ كنز
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَرْفُوعا وَرَوَاهُ غَيره مَوْقُوفا على ابْن عَمْرو وَهُوَ الصَّحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَرْفُوعا وَرَوَاهُ غَيره مَوْقُوفا على ابْن عَمْرو وَهُوَ الصَّحِيح
