আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১২০
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২০. হযরত সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাত কায়েম কর, যাকাত আদায় কর, হজ্জ ও উমরা পালন কর। তোমরা এ সবের প্রতি অবিচল থাক, এতে তোমাদের অবিচল রাখা হবে।
(তাবারানী তাঁর তিনটি গ্রন্থে ইনশা আল্লাহ উত্তম সনদে এ হাদীস বর্ণনা করেন। ইমরান আল-কাত্তান একজন সত্যবাদী বর্ণনাকারী।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1120 - وَعَن سَمُرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أقِيمُوا الصَّلَاة وَآتوا الزَّكَاة وحجوا واعتمروا واستقيموا يستقم بكم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الثَّلَاثَة وَإِسْنَاده جيد إِن شَاءَ الله تَعَالَى عمرَان الْقطَّان صَدُوق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১২০ | মুসলিম বাংলা