আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৭৩
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৭৩. হযরত আবু উবায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রা) বলেছেন: তোমরা প্রতিযোগিতা করে জুমু'আর সালাতে আস। কেননা আল্লাহ তা'আলা প্রত্যেক জুমু'আর দিন জান্নাতীদের সামনে তাদের কপুরে ডুবে থাকা অবস্থায় তিনি আত্মপ্রকাশ করবেন। মসজিদে আগমনের পর্যায়ক্রমের অনুপাতে তারা আল্লাহর নিকট পৌঁছবে। আল্লাহ তা'আলা তাদের সামনে ঐ সময়ে এমন মর্যাদার বস্তু 'সৃষ্টি করবেন, যা ইতিপূর্বে তারা দেখেনি। এরপর তারা নিজ পরিজনের কাছে ফিরে যাবে এবং তারা নিজ পরিজনের কাছে আল্লাহ প্রদত্ত নি'আমতের কথা বলবে। বর্ণনাকারী বললেন: আবদুল্লাহ (রা) মসজিদে ঢুকে এমন দুই ব্যক্তিকে দেখতে পেলেন, যারা তাঁর পূর্বে মসজিদে এসেছে। তিনি বলেন, এরা দুইজন এবং আমি হলাম তৃতীয়জন। আল্লাহর ইচ্ছা হলে তৃতীয় ব্যক্তিকে কল্যাণময় করতে পারেন।
(তাবরানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। আবু উবায়দার প্রকৃত নাম আমির। তিনি তাঁর পিতা আবদুল্লাহ (রা) থেকে এ বর্ণনাটি শোনেন নি। কেউ বলেছেন: তিনি সরাসরি শুনেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1073 - وَعَن أبي عُبَيْدَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ عبد الله سارعوا إِلَى الْجُمُعَة فَإِن الله يبرز إِلَى أهل الْجنَّة فِي كل يَوْم جُمُعَة فِي كثيب كافور فيكونون مِنْهُ فِي الْقرب على قدر تسارعهم فَيحدث الله عز وَجل لَهُم من الْكَرَامَة شَيْئا لم يَكُونُوا رَأَوْهُ قبل ذَلِك ثمَّ يرجعُونَ إِلَى أَهْليهمْ فيحدثونهم بِمَا أحدث الله لَهُم
قَالَ ثمَّ دخل عبد الله الْمَسْجِد فَإِذا هُوَ برجلَيْن
يَوْم الْجُمُعَة قد سبقاه فَقَالَ عبد الله رجلَانِ وَأَنا الثَّالِث إِن شَاءَ الله أَن يُبَارك فِي الثَّالِث

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
وَأَبُو عُبَيْدَة اسْمه عَامر وَلم يسمع من أَبِيه عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ وَقيل سمع مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান