মৃত্যুসন: ১৮ হিজরি
ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আবূ ‘উবায়দা ইবনুল জাররাহ (রা) একই মজলিসে রাসূলুল্লাহ (সা) কর্তৃক জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর অন্যতম। তাঁর নাম 'আমির। উপনাম আবূ 'উবায়দা এ উপনামেই তিনি সমধিক প্রসিদ্ধ। রাসূলুল্লাহ (সা) প্রদত্ত উপাধি আমীনুল উম্মা (জাতির বিশ্বস্ত)। তাঁর পিতার নাম 'আবদুল্লাহ এবং দাদার নাম আল-জারাহ ইব্ন হিলাল। দাদার সাথে সম্পৃক্ত করেই তাঁকে আবূ 'উবায়দা ইবনুল জারাহ বলা হয়। মক্কার সম্ভ্রান্ত কুরায়শ বংশের বানু ফিহর ইবন মালিক শাখায় আনুমানিক ৫৮১ খৃ. তিনি জন্মগ্রহণ করেন। তার বংশলতিকা হল, আবূ 'উবায়দা 'আমির ইবন 'আবদিল্লাহ ইবনুল জাব্বাহ ইবন হিলাল ইবন উহায়ব ইবন দাব্বা ইবনুল- হারিছ ইব্ন ফি ইবন মালিক ইবন-নাদর ইবন কিনানা আল -ফিজরী আল- কুরাশী। বংশধারা ৭ম পুরুষ ফি-এ গিয়ে রাসূলুল্লাহ (সা)-এর বংশধারার সাথে মিলিত হয়। তাঁর মাতার নাম উমায়মা বিন্ত গানম ইবন জাবির। তিনিও ছিলেন বানূ ফি শাখা গোত্রের মহিলা। তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম প্রচারের প্রথমভাগেই হযরত আবূ বকর (রা)-এর দাওয়াতে তিনি খ্যাতিমান সাহাবী হযরত ‘উছমান ইবন মাজউন (রা), ‘আবদুর রহমান ইবন আওফ... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
أَبُو عُبَيْدَةَ بنُ الجَرَّاحِ عَامِرُ بنُ عَبْدِ اللهِ .ابْنِ الجَرَّاحِ بنِ هِلاَلِ بنِ أُهَيْبِ بنِ ضَبَّةَ بنِ الحَارِثِ بنِ فِهْرِ بنِ مَالِكِ بنِ النَّضْرِ بنِ كِنَانَةَ بنِ خُزَيْمَةَ بنِ مُدْرِكَةَ بنِ إِلْيَاسَ بنِ مُضَرَ بنِ نِزَارِ بنِ مَعَدِّ بنِ عَدْنَانَ القُرَشِيُّ، الفِهْرِيُّ، المَكِّيُّ. أَحَدُ السَّابِقِيْنَ الأَوَّلِيْنَ، وَمَنْ عَزَمَ الصِّدِّيْقُ عَلَى تَوْلِيَتِهِ الخِلاَفَةَ، وَأَشَارَ بِهِ يَوْمَ السَّقِيْفَةِ؛ لِكَمَالِ أَهْلِيَّتِهِ عِنْدَ أَبِي بَكْرٍ.يَجْتَمِعُ فِي النَّسَبِ هُوَ وَالنَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فِي فِهْرٍ. شَهِدَ لَهُ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- بِالجَنَّةِ، وَسَمَّاهُ: أَمِيْنَ الأُمَّةِ، وَمَنَاقِبُهُ شَهِيْرَةٌ جَمَّةٌ. رَوَى أَحَادِيْثَ مَعْدُوْدَةً، وَغَزَا غَزَوَاتٍ مَشْهُوْدَةً. حَدَّثَ عَنْهُ: العِرْبَاضُ بنُ سَارِيَةَ، وَجَابِرُ بنُ عَبْدِ اللهِ، وَأَبُو أُمَامَةَ البَاهِلِيُّ، وَسَمُرَةُ بنُ جُنْدَبٍ، وَأَسْلَمُ مَوْلَى عُمَرَ، وَعَبْدُ الرَّحْمَنِ بنُ غَنْمٍ، وَآخَرُوْنَ. لَهُ فِي (صَحِيْحِ مُسْلِمٍ) حَدِيْثٌ وَاحِدٌ، وَلَهُ فِي (جَامِعِ أَبِي عِيْسَى) حَدِيْثٌ، وَفِي (مُسْنَدِ بَقِيٍّ) لَهُ خَمْسَةَ عَشَرَ حَدِيْثاً. الرِّوَايَةُ عَنْهُ: أَخْبَرَنَا أَبُو المَعَالِي مُحَمَّدُ بنُ عَبْدِ السَّلاَمِ التَّمِيْمِيُّ، قِرَاءةً عَلَيْهِ فِي سَنَةِ أَرْبَعٍ وَتِسْعِيْنَ وَسِتِّ مَائَةٍ، أَنْبَأَنَا أَبُو رَوْحٍ عَبْدُ المُعِزِّ بنُ مُحَمَّدٍ البَزَّازُ،... বিস্তারিত পড়ুন