আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৭৪
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৭৪. হযরত আলকামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার জুমু'আর দিন আমি হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর সঙ্গে বের হলাম। তিনি তিন ব্যক্তিকে তাঁর অগ্রগামী দেখতে পান। তিনি বললেনঃ আমি চার ব্যক্তির মধ্যে চতুর্থতম ব্যক্তি। তবে চার ব্যক্তির চতুর্থতম ব্যক্তি আল্লাহর কাছে, দূরে নয়। কেননা আমি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছিঃ যে সকল লোক জুমু'আর সালাতে আগে আসবে, কিয়ামতের দিন তারা আল্লাহ তা'আলার তত কাছে বসবে। প্রথমত প্রথমে আগন্তুক, তারপর দ্বিতীয় আগন্তুক, তারপর তৃতীয় আগন্তুক এবং তারপর চতুর্থ আগন্তুক। এরপর তিনি বললেন: চারজনের চতুর্থতম ব্যক্তি। আর চারজনের চতুর্থতম ব্যক্তি আল্লাহর কাছে দূরে নয়।
(ইবন মাজাহ ও ইবন আবু আসিম উভয়ে হাসান সনদে বর্ণনা করেন।)
[হাফিয মুনযিরী (র) বলেন:] আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে নবী (সা) সূত্রে আগে একটি হাদীস বর্ণিত হয়েছে যে, "যে ব্যক্তি কাপড়-চোপড় ধৌত করে এবং গোসল করে মসজিদে যথাসময়ে এসে ইমামের কাছে বসে, তারপর মনোযোগ সহকারে খুতবা শোনে, তার প্রতি কদমে রয়েছে এক বছরের সিয়াম ও কিয়ামের সওয়াব।" অনুরূপ আওস ইবন আওস থেকে পূর্বে হাদীস বর্ণিত হয়েছে।
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1074 - وَعَن عَلْقَمَة رَضِي الله عَنهُ قَالَ خرجت مَعَ عبد الله بن مَسْعُود يَوْم الْجُمُعَة فَوجدَ ثَلَاثَة قد سَبَقُوهُ فَقَالَ رَابِع أَرْبَعَة وَمَا رَابِع أَرْبَعَة من الله بِبَعِيد إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن النَّاس يَجْلِسُونَ يَوْم الْقِيَامَة من الله عز وَجل على قدر رَوَاحهمْ إِلَى الْجُمُعَات الأول ثمَّ الثَّانِي ثمَّ الثَّالِث ثمَّ الرَّابِع وَمَا رَابِع أَرْبَعَة من الله بِبَعِيد

رَوَاهُ ابْن مَاجَه وَابْن أبي عَاصِم وإسنادهما حسن
قَالَ الْحَافِظ رَحمَه الله وَتقدم حَدِيث عبد الله بن عَمْرو عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من غسل واغتسل ودنا وابتكر واقترب واستمع كَانَ لَهُ بِكُل خطْوَة يخطوها قيام سنة وصيامها وَكَذَلِكَ تقدم حَدِيث أَوْس بن أَوْس نَحوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান