আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৭৫
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৭৫. হযরত সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমারা জুমু'আয় উপস্থিত হয়ে ইমামের কাছে বসবে। কেননা যে ব্যক্তি জান্নাতী হবে অথচ সে জুমু'আয় আসতে বিলম্ব করবে, সে জান্নাতে বিলম্বে প্রবেশ করবে; যদিও সে একজন জান্নাতী।
(তাবারানী ও ইস্পাহানী প্রমুখ এ হাদীস বর্ণনা করেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1075 - وَرُوِيَ عَن سَمُرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم احضروا الْجُمُعَة وادنوا من الإِمَام فَإِن الرجل ليَكُون من أهل الْجنَّة فَيتَأَخَّر عَن الْجُمُعَة فيؤخر عَن الْجنَّة وَإنَّهُ لمن أَهلهَا

رَوَاهُ الطَّبَرَانِيّ والأصبهاني وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান