আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৭৬
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর দিন লোকের ঘাড় টপকিয়ে সামনের সারিতে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
১০৭৬. হযরত আবদুল্লাহ ইবন বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা নবী (সা) এর খুতবাদানকালে এক ব্যক্তি মানুষের ঘাড় টপকিয়ে সামনে আসে। তখন নবী তাকে বললেন: তুমি বসে যাও। কেননা তুমি কষ্ট দিচ্ছ এবং বিলম্বে এসেছ।
(আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তবে আবূ দাউদ ও নাসাঈর বরাতেঃ "তুমি বিলম্বে এসেছ" কথাটুকু নেই। আর ইবন খুযায়মার নিকট শব্দমালা হচ্ছে: "তুমি তাকে কষ্ট দিলে এবং তোমাকেও কষ্ট দেওয়া হবে।" ইমাম ইবন মাজাহ্
হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) সূত্রে এ হাদীস বর্ণনা করেন।)
(আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তবে আবূ দাউদ ও নাসাঈর বরাতেঃ "তুমি বিলম্বে এসেছ" কথাটুকু নেই। আর ইবন খুযায়মার নিকট শব্দমালা হচ্ছে: "তুমি তাকে কষ্ট দিলে এবং তোমাকেও কষ্ট দেওয়া হবে।" ইমাম ইবন মাজাহ্
হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) সূত্রে এ হাদীস বর্ণনা করেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من تخطي الرّقاب يَوْم الْجُمُعَة
1076 - عَن عبد الله بن بسر رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ رجل يتخطى رِقَاب النَّاس يَوْم الْجُمُعَة وَالنَّبِيّ صلى الله عَلَيْهِ وَسلم يخْطب فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اجْلِسْ فقد آذيت وآنيت
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَلَيْسَ عِنْد أبي دَاوُد وَالنَّسَائِيّ وآنيت وَعند ابْن خُزَيْمَة فقد آذيت وأوذيت وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث جَابر بن عبد الله
آنيت بِمد الْهمزَة وَبعدهَا نون ثمَّ يَاء مثناة تَحت أَي أخرت الْمَجِيء وَآذَيْت بتخطيك رِقَاب النَّاس
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَلَيْسَ عِنْد أبي دَاوُد وَالنَّسَائِيّ وآنيت وَعند ابْن خُزَيْمَة فقد آذيت وأوذيت وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث جَابر بن عبد الله
آنيت بِمد الْهمزَة وَبعدهَا نون ثمَّ يَاء مثناة تَحت أَي أخرت الْمَجِيء وَآذَيْت بتخطيك رِقَاب النَّاس