আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৭৭
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর দিন লোকের ঘাড় টপকিয়ে সামনের সারিতে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
১০৭৭. হযরত মু'আয ইবন আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: জুমু'আর দিন যে ব্যক্তি লোকের ঘাড় টপকে সামনে যেতে চেষ্টা করবে, তাকে জাহান্নামের পুল বানানো হবে।
(ইবন মাজাহ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিযী বলেন: এ হাদীসটি গরীব।
আহলে ইলমের নিকট এ হাদীসটি আমলযোগ্য।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من تخطي الرّقاب يَوْم الْجُمُعَة
1077 - وَرُوِيَ عَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تخطى رِقَاب النَّاس يَوْم الْقِيَامَة اتخذ جِسْرًا إِلَى جَهَنَّم

رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَالْعَمَل عَلَيْهِ عِنْد أهل الْعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৭৭ | মুসলিম বাংলা