আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৭৮
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর দিন লোকের ঘাড় টপকিয়ে সামনের সারিতে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
১০৭৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (সা) আমাদের মাঝে খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি লোকের ঘাড় টপকিয়ে নবী-এর কাছে এসে বসল; সালাত আদায় শেষে রাসূলুল্লাহ (সা) তাকে বললেন: ওহে! তোমাকে কিসে আমাদের সাথে জুমু'আর সালাত আদায়ে বিরত রেখেছে? সে বলল: ইয়া রাসূলাল্লাহ! এমন স্থানে আমি বসতে আগ্রহী ছিলাম, যেখানে থেকে আপনাকে দেখা যায়। তিনি বললেনঃ আমি দেখলাম, তুমি লোকদের ঘাড় টপকিয়ে এসেছ এবং তাদের কষ্ট দিয়েছ। (জেনে রাখ) যে ব্যক্তি কোন মুসলিমকে কষ্ট দেয়, সে তো আমাকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দেয়, সেতো স্বয়ং আল্লাহ তা'আলাকে কষ্ট দিল।
(তাবারানী 'সগীর' ও 'আওসাতে' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من تخطي الرّقاب يَوْم الْجُمُعَة
1078 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخْطب إِذْ جَاءَ رجل يتخطى رِقَاب النَّاس حَتَّى جلس قَرِيبا من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَلَمَّا قضى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صلَاته قَالَ مَا مَنعك يَا فلَان أَن تجمع مَعنا قَالَ يَا رَسُول الله قد حرصت أَن أَضَع نَفسِي بِالْمَكَانِ الَّذِي ترى قَالَ قد رَأَيْتُك تَتَخَطَّى رِقَاب النَّاس وتؤذيهم من آذَى مُسلما فقد آذَانِي وَمن آذَانِي فقد آذَى الله عز وَجل

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৭৮ | মুসলিম বাংলা