আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৭৯
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর দিন লোকের ঘাড় টপকিয়ে সামনের সারিতে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
১০৭৯. নবী (সা) এর সাহাবী হযরত আরকাম ইবন আবুল আরকাম (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ জুমু'আর দিন যে ব্যক্তি লোকের ঘাড় টপকিয়ে ইমামের খুতবাদানের সময় দুইজনকে ফাঁক করে সামনে অগ্রসর হয়, সে যেন জাহান্নামে একজন কসাই।
(আহমদ এবং তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(আহমদ এবং তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من تخطي الرّقاب يَوْم الْجُمُعَة
1079 - وَرُوِيَ عَن الأرقم بن أبي الأرقم رَضِي الله عَنهُ وَكَانَ من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الَّذِي يتخطى رِقَاب النَّاس يَوْم الْجُمُعَة وَيفرق بَين الِاثْنَيْنِ بعد خُرُوج الإِمَام كجار قصبه فِي النَّار
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير
বর্ণনাকারী: