আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৮০
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
ইমামের খুতবাদানকালে বাক্যালাপ করার প্রতি ভীতি প্রদর্শন এবং নীরবতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১০৮০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন জুমু'আর দিন ইমামের খুতবাদানকালে যখন তুমি তোমার সাথীকে বললে "চুপ কর" তখন তুমি অনর্থক কথাই বললে।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ ও ইবন খুযায়মা হাদীসটি বর্ণনা করেছেন।)
[لغوت] অর্থ কেউ কেউ বলেন: এর অর্থ হল, তুমি পুরষ্কার লাভ থেকে বঞ্চিত হলে। কেউ কেউ বলেন: তুমি কথা বললে। কেউ কেউ বলেনঃ তুমি ভুল করলে। কেউ কেউ বলেনঃ তোমার জুমু'আর ফযীলত নষ্ট করে দিলে। কেউ কেউ বলেন: বাহ্যত তুমি জুমু'আর সালাত আদায় করলে। কেউ কেউ অন্য অর্থও করেছেন।
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من الْكَلَام وَالْإِمَام يخْطب وَالتَّرْغِيب فِي الْإِنْصَات
1080 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا قلت لصاحبك يَوْم الْجُمُعَة أنصت وَالْإِمَام يخْطب فقد لغوت

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة
قَوْله لغوت قيل مَعْنَاهُ خبت من الْأجر وَقيل تَكَلَّمت وَقيل أَخْطَأت وَقيل بطلت فَضِيلَة جمعتك وَقيل صَارَت جمعتك ظهرا وَقيل غير ذَلِك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৮০ | মুসলিম বাংলা