আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৮১
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
ইমামের খুতবাদানকালে বাক্যালাপ করার প্রতি ভীতি প্রদর্শন এবং নীরবতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১০৮১. হযরত আবু হুরায়রা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: জুমু'আর দিন ইমামের খুতবা দানের সময় তুমি কথা বললে তো তুমি অনর্থক কাজ করলে এবং গুনাহ করলে।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من الْكَلَام وَالْإِمَام يخْطب وَالتَّرْغِيب فِي الْإِنْصَات
1081 - وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا تَكَلَّمت يَوْم الْجُمُعَة فقد لغوت وألغيت يَعْنِي وَالْإِمَام يخْطب

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৮১ | মুসলিম বাংলা