আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৮২
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
ইমামের খুতবাদানকালে বাক্যালাপ করার প্রতি ভীতি প্রদর্শন এবং নীরবতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১০৮২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি জুমু'আর দিন ইমামের খুতবাদানকালে কথা বলে, সে ঐ গাধার ন্যায়, যে বোঝা বহন করে অথচ তার ফল ভোগ করতে পারে না এবং যে ব্যক্তি তাকে বলেঃ "চুপ কর," তার জুমু'আ আদায় হয় না।
(আহমদ, বাযযার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমদ, বাযযার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من الْكَلَام وَالْإِمَام يخْطب وَالتَّرْغِيب فِي الْإِنْصَات
1082 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تكلم يَوْم الْجُمُعَة وَالْإِمَام يخْطب فَهُوَ كَمثل الْحمار يحمل أسفارا وَالَّذِي يَقُول لَهُ أنصت لَيْسَ لَهُ جُمُعَة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ