আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৮৩
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
ইমামের খুতবাদানকালে বাক্যালাপ করার প্রতি ভীতি প্রদর্শন এবং নীরবতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১০৮৩. হযরত উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। একদা জুমু'আর সালাতে রাসূলুল্লাহ (সা) দাঁড়িয়ে সূরা মূলক খুতবারত অবস্থায় পাঠ করে বিগত দিনসমূহের ইতিহাস বর্ণনা করছিলেন। আর আবু যর (রা) উবাই ইবন কা'ব (রা)-কে করাঘাত করে বলেন: এ সূরাটি কখন নাযিল হয়েছে, তা এর আগে আমি আর কখনো শুনিনি। তখন তিনি তার দিকে ইশারা করে বলেন: চুপ কর। তারা যখন চলে গেল, তখন তিনি বললেন: এই সূরাটি কখন অবতীর্ণ হয়েছে, তা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলেম (কিন্তু) আপনি আমাকে তা অবহিত করলেন না? তখন উবাই (রা) বললেন: আপনার আজকের সালাত আদায় হয়নি, আপনি কেবল অনর্থক কথা বলেছেন। এরপর আবু যর (রা) রাসূলুল্লাহ (সা) এর কাছে গিয়ে উবাই (রা)-এর কথা বললেন। তখন রাসূলুল্লাহ (সা) বললেন: উবাই সত্যিই বলেছে।
(হাদীসটি ইবন মাজাহ হাসান সনদে বর্ণনা করেন। ইমাম ইবন খুযায়মা হযরত আবূ যর (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন: জুমু'আর দিন আমি মসজিদে গেলাম, আর নবী (সা) তখন খুতবা দিচ্ছিলেন। আমি উবাই ইবন কা'ব (রা)-এর নিকট বসলাম। নবী সালাতে সূরা বারাআত পাঠ করেন। আমি উবাই (রা)-কে বললাম: এই সূরাটি কখন অবতীর্ণ হয়েছে? তিনি বলেনঃ তিনি আমার দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলেন এবং আমার সাথে কথা বললেন না। তারপর আমি কিছুক্ষণ দেরি করলাম। এরপর তাকে উক্ত বিষয়ে আবার জিজ্ঞেস করলাম। তিনি আমাকে করাঘাত করলেন (কিন্তু) আমার সাথে কথা বললেন না। তারপর আমি কিছুক্ষণ অবস্থান করলাম। এরপর আমি তাকে এই বিষয়ে আবার জিজ্ঞেস করলাম। তিনি আমার দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলেন, তবে আমার সাথে কথা বললেন না। নবী (সা) যখন সালাত আদায় সমাপ্ত করলেন, তখন আমি উবাই (রা)-কে জিজ্ঞেস করলাম: আপনি কেন আমার থেকে চেহারা ঘুরিয়ে নিলেন এবং আমার সাথে আপনি কথা বলেন নি? তখন উবাই (রা) বললেন: আপনার সালাত আদায় হয়নি, আপনি কেবল নিরর্থক কাজই করেছেন। তারপর আমি নবীন-এর কাছে গিয়ে বললামঃ ইয়া নবী-আল্লাহ! আমি উবাই (রা)-এর কাছে ছিলাম আর আপনি তখন সূরা বারাআত পাঠ করছিলেন। এই সূরাটি কখন অবতীর্ণ হয়েছে আমি তাকে তা জিজ্ঞেস করি। তিনি আমার দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলেন এবং আমার সাথে কথা বললেন না। এরপর তিনি বললেনঃ তোমার সালাত আদায় হয়নি, তুমি কেবল অনর্থক কাজ করেছ। নবী (সা) বললেনঃ
উবাই সত্যিই বলেছে।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من الْكَلَام وَالْإِمَام يخْطب وَالتَّرْغِيب فِي الْإِنْصَات
1083 - وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَرَأَ يَوْم الْجُمُعَة تبَارك وَهُوَ قَائِم يذكر بأيام الله وَأَبُو ذَر يغمز أبي بن كَعْب فَقَالَ مَتى أنزلت هَذِه السُّورَة إِنِّي لم أسمعها إِلَى الْآن فَأَشَارَ إِلَيْهِ أَن اسْكُتْ فَلَمَّا انصرفوا قَالَ سَأَلتك مَتى أنزلت هَذِه السُّورَة فَلم تُخبرنِي فَقَالَ أبي لَيْسَ لَك من صَلَاتك الْيَوْم إِلَّا مَا لغوت فَذهب أَبُو ذَر إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأخْبرهُ بِالَّذِي قَالَ أبي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صدق أبي

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن أبي ذَر رَضِي الله عَنهُ أَنه قَالَ دخلت الْمَسْجِد يَوْم الْجُمُعَة وَالنَّبِيّ صلى الله عَلَيْهِ وَسلم يخْطب فَجَلَست قَرِيبا من أبي بن كَعْب فَقَرَأَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم سُورَة بَرَاءَة فَقلت لابي مَتى نزلت هَذِه السُّورَة قَالَ فتجهمني وَلم يكلمني ثمَّ مكثت سَاعَة ثمَّ سَأَلته فتجهمني وَلم يكلمني ثمَّ مكثت سَاعَة ثمَّ سَأَلته فتجهمني وَلم يكلمني فَلَمَّا صلى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قلت لابي سَأَلتك فتجهمتني وَلم تكلمني قَالَ أبي مَا لَك من صَلَاتك إِلَّا مَا لغوت فَذَهَبت إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا نَبِي الله كنت بِجنب أبي وَأَنت تقْرَأ بَرَاءَة فَسَأَلته مَتى نزلت هَذِه السُّورَة فتجهمني وَلم يكلمني ثمَّ قَالَ مَا لَك من صَلَاتك إِلَّا مَا لغوت قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم صدق أبي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৮৩ | মুসলিম বাংলা