আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৮৪
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
ইমামের খুতবাদানকালে বাক্যালাপ করার প্রতি ভীতি প্রদর্শন এবং নীরবতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১০৮৪. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সা) মিম্বারে বসে লোকদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার সময় একটি আয়াত তিলাওয়াত করেন। আমার পাশে উবাই ইবন কা'ব (রা) ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম: হে কা'ব! এই আয়াতটি কখন অবতীর্ণ হয়েছে? বর্ণনাকারী বলেন, তিনি আমার সাথে কথা বলতে অস্বীকার করলেন। আবার আমি তাকে জিজ্ঞেস করলাম। এবারও তিনি আমার সাথে কথা বলতে অস্বীকার করলেন। এমন কি রাসূলুল্লাহ (সা) মিম্বার থেকে নেমে আসলেন। উবাই (রা) বললেনঃ তোমার জুমু'আর সালাত আদায় হয়নি, তুমি কেবল অনর্থক কথা বলেছ। সালাত আদায় শেষে আমি রাসূলুল্লাহ (সা) এর কাছে গিয়ে এ ঘটনা তাঁকে অবহিত করলাম। আমি বললাম ইয়া রাসূলাল্লাহ! আপনি একটি আয়াত তিলাওয়াত করেছেন, আর উবায় ইবন কা'ব (রা) তখন আমার পাশেই ছিলেন। আমি তার কাছে জিজ্ঞেস করলাম! এই আয়াতটি কখন অবতীর্ণ হয়েছে? তিনি আমার সাথে কথা বলতে অস্বীকার করলেন, এমন কি আপনি মিম্বার থেকে নেমে আসলেন। উবাই (রা) বলেছেন, আমার সালাত আদায় হয়নি, আমি কেবল অনর্থক কাজ করেছি। তিনি বললেন: উবাই সত্যিই বলেছে। যখন তুমি তোমার ইমামকে খুতবা দিতে শোন, তখন খুতবা দান শেষ না হওয়া পর্যন্ত নীরব থেকো।
(আহমদ হারব ইবন কায়স থেকে হযরত আবুদ-দারদা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে হারব তাঁর নিকট থেকে এ বর্ণনাটি শোনেন নি।)
(আহমদ হারব ইবন কায়স থেকে হযরত আবুদ-দারদা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে হারব তাঁর নিকট থেকে এ বর্ণনাটি শোনেন নি।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من الْكَلَام وَالْإِمَام يخْطب وَالتَّرْغِيب فِي الْإِنْصَات
1084 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ جلس رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا على الْمِنْبَر فَخَطب النَّاس وتلا آيَة وَإِلَى جَنْبي أبي بن كَعْب فَقلت لَهُ يَا أبي وَمَتى أنزلت هَذِه الْآيَة
قَالَ فَأبى أَن يكلمني ثمَّ سَأَلته فَأبى أَن يكلمني حَتَّى نزل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أبي مَا لَك من جمعتك إِلَّا مَا لغيت فَلَمَّا انْصَرف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جِئْته فَأَخْبَرته فَقلت أَي رَسُول الله إِنَّك تَلَوت آيَة وَإِلَى جَنْبي أبي بن كَعْب فَقلت لَهُ مَتى أنزلت هَذِه الْآيَة فَأبى أَن يكلمني حَتَّى إِذا نزلت زعم أبي أَنه لَيْسَ لي من جمعتي إِلَّا مَا لغيت فَقَالَ صدق أبي إِذا سَمِعت إمامك يتَكَلَّم فأنصت حَتَّى يفرغ
رَوَاهُ أَحْمد من رِوَايَة حَرْب بن قيس عَن أبي الدَّرْدَاء وَلم يسمع مِنْهُ
قَالَ فَأبى أَن يكلمني ثمَّ سَأَلته فَأبى أَن يكلمني حَتَّى نزل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أبي مَا لَك من جمعتك إِلَّا مَا لغيت فَلَمَّا انْصَرف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جِئْته فَأَخْبَرته فَقلت أَي رَسُول الله إِنَّك تَلَوت آيَة وَإِلَى جَنْبي أبي بن كَعْب فَقلت لَهُ مَتى أنزلت هَذِه الْآيَة فَأبى أَن يكلمني حَتَّى إِذا نزلت زعم أبي أَنه لَيْسَ لي من جمعتي إِلَّا مَا لغيت فَقَالَ صدق أبي إِذا سَمِعت إمامك يتَكَلَّم فأنصت حَتَّى يفرغ
رَوَاهُ أَحْمد من رِوَايَة حَرْب بن قيس عَن أبي الدَّرْدَاء وَلم يسمع مِنْهُ
বর্ণনাকারী: