আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৮৫
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
ইমামের খুতবাদানকালে বাক্যালাপ করার প্রতি ভীতি প্রদর্শন এবং নীরবতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১০৮৫. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সা'দ ইবন আবী ওয়াক্কাস (রা) এক ব্যক্তিকে বললেন:তোমার জুমু'আ আদায় হয়নি। নবী (সা) বললেনঃ কেন, হে সা'দ? তিনি বললেনঃ আপনি যখন খুতবা দিচ্ছিলেন, তখন সে কথা বলছিল। নবী (সা) বললেন: সা'দ যথার্থই বলেছে।
(আবূ ইয়ালা ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ ইয়ালা ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من الْكَلَام وَالْإِمَام يخْطب وَالتَّرْغِيب فِي الْإِنْصَات
1085 - وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ لرجل لَا جُمُعَة لَك فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لم يَا سعد قَالَ لانه كَانَ يتَكَلَّم وَأَنت تخْطب فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم صدق سعد
رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار
رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار