আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৭২
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৭২. হযরত আমর ইবন শু'আয়ব তাঁর পিতা ও দাদা (রা) থেকে নবী সূত্রে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ শুক্রবার যে সকল লোক মসজিদে আসে, তাদের নাম পর্যায়ক্রম লেখার জন্য মসজিদের দরজাসমূহে ফিরিশতাদের প্রেরণ করা হয়। ইমাম যখন (খুতবাদানের জন্য) বের হন, তখন নথিপত্র গুটিয়ে নেয়া হয় এবং কলমসমূহ তুলে রাখা হয়। ফিরিশতাগণ পরস্পর বলেন: অমুককে কিসে আটকে রাখল? ফিরিশতাগণ বলেন: হে আল্লাহ! যদি সে পথহারা হয়ে থাকে, তাহলে তাকে পথ দেখাও, যদি সে রোগাক্রান্ত হয়, তাহলে তাকে পূর্ণ আরোগ্যদান কর, আর যদি অভাবী হয়, তাহলে তাকে বিত্তবান কর।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1072 - وَعَن عَمْرو بن شُعَيْب رَضِي الله عَنهُ عَن أَبِيه عَن جده عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ تبْعَث الْمَلَائِكَة على أَبْوَاب الْمَسَاجِد يَوْم الْجُمُعَة يَكْتُبُونَ مَجِيء النَّاس فَإِذا خرج الإِمَام طويت الصُّحُف وَرفعت الأقلام فَتَقول الْمَلَائِكَة بَعضهم لبَعض مَا حبس فلَانا فَتَقول الْمَلَائِكَة اللَّهُمَّ إِن كَانَ ضَالًّا فاهده وَإِن كَانَ مَرِيضا فاشفه وَإِن كَانَ عائلا فأغنه

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান